বাসস দেশ-৪০ : ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মে

268

বাসস দেশ-৪০
ময়মনসিংহ সিটি-নির্বাচনে
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মে
ঢাকা, ২৫ মার্চ, ২০১৯ (বাসস) : আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (এমসিসি) প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ আজ সোমবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ।
এ সময় জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজুসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারও উপস্থিত ছিলেন।
আগামী ৫ মে এমসিসি’র মেয়র ও ৩৩ টি সাধারণ ও ১১টি সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে সবগুলি কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৮এপ্রিল ও মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ময়মনসিংহ সিটির সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।
ময়মনসিংহ সিটির আয়তন ৯০ দশমিক ১৭৩ কিলোমিটার। এটি দেশের ১২তম সিটি কর্পোরেশন। ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত।
বাসস/নিজস্ব/এমএআর/২০৪০/আরজি