বাসস দেশ-৩৪ : রাজধানীতে মশা নিয়ন্ত্রণে ডিএনসিসি’র ক্রাশ প্রোগ্রাম শুরু

545

বাসস দেশ-৩৪
ডিএনসিসি-মশক-নিয়ন্ত্রণ
রাজধানীতে মশা নিয়ন্ত্রণে ডিএনসিসি’র ক্রাশ প্রোগ্রাম শুরু
ঢাকা, ২৩ মার্চ, ২০১৯ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম শুর করেছে।
আজ বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই।
এ সময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান, ডিএনসিসির সচিব রবীন্দ্র শ্রী বড়–য়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মিজানুর রহমান, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সেলিম ফকির প্রমুখ।
আগামী ২৬ মার্চ ও শুক্রবার ব্যতীত ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন এই ক্রাশ প্রোগ্রাম চলবে। তবে প্রয়োজনে এই ক্রাশ প্রোগ্রামের মেয়াদকাল বাড়ানো হতে পারে।
ক্রাশ প্রোগ্রাম চলাকালে প্রতিদিন লার্ভিসাইড, ম্যালেরিয়া অয়েল বি এবং ফগার মেশিনের সাহায্যে অ্যাডাল্টিসাইড ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে ছিটানো হবে।
বাসস/সবি/এমএআর/১৯৩৩/এএএ