বাসস ক্রীড়া-১৩ : এনডিসি-জেনিক কমান্ড্যান্ট’স কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

250

বাসস ক্রীড়া-১৩
এনডিসি-গলফ
এনডিসি-জেনিক কমান্ড্যান্ট’স কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঢাকা, ২৩ মার্চ, ২০১৯ (বাসস) : এনডিসি-জেনিক কমান্ড্যান্ট’স কাপ গল্ফ টুর্নামেন্ট-২০১৯ আজ(শনিবার) ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ন্যাশনাল ডিফেন্স কলেজ কর্তৃক আয়োজিত ও জেনিক ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ ও বন্ধু প্রতীম বিভিন্ন দেশের সর্বমোট ৫০ জন গল্ফার অংশগ্রহণ করেন। এছাড়াও ঢাকা এরিয়ার সকল লেফটেন্যান্ট জেনারেল/মেজর জেনারেল এবং সমতুল্য পদমর্যাদার সশস্ত্র বাহিনীর জৈষ্ঠ্য কর্মকর্তাগণ গল্ফ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।
টুর্নামেন্ট শেষে বর্ণিল পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সকল গলফারগণ ছাড়াও এনডিসি এবং এএফডব্লিউসি ২০১৯ এর সকল কোর্স মেম্বারগণ, কলেজের অনুষদ সদস্যবৃন্দ ও ষ্টাফ অফিসারগণ স্বস্ত্রীক উপস্থিত ছিলেন।
বাসস/আইএসপিআর/স্বব/১৯০৫/এএমটি