বাসস দেশ-২৮ : বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে চা শ্রমিকরা শিক্ষায় এগিয়ে যাচ্ছে : বিমান প্রতিমন্ত্রী

272

বাসস দেশ-২৮
বিমান প্রতিমন্ত্রী-চেক-বিতরণ
বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে চা শ্রমিকরা শিক্ষায় এগিয়ে যাচ্ছে : বিমান প্রতিমন্ত্রী
হবিগঞ্জ, ২৩ মার্চ, ২০১৯ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, আওয়ামী লীগ সরকার চা শ্রমিকসহ দেশের অনগ্রসর জনগণের কল্যাণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে চা শ্রমিকরা এখন শিক্ষায় এগিয়ে যাচ্ছে।
শনিবার সকালে জেলার মাধবপুর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মাধবপুরের পাঁচটি চা বাগানের ৪ হাজার ৫’শ ১৪ জন চা শ্রমিক ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির এককালীন অনুদান এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তির ২ কোটি ৫৩ লাখ ৪ হাজার টাকার ভাতা বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘চা শ্রমিকসহ দেশের অনগ্রসর জনগণের কল্যাণে গৃহিত কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে। এসব কর্মসূচি সকল ক্ষেত্রে প্রশংসিত হয়েছে। তাদের জীবন মানেও পরিবর্তন এসেছে।’
ভবিষ্যতে তাদের কল্যাণে আরও উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানি দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, হবিগঞ্জ জেলা সমাজ সেবার উপ-পরিচালক হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস/সংবাদদাতা/এমএন/১৮৪০/-এমকে