বিশ্ব আবহাওয়া দিবস পালিত

174

ঢাকা, ২৩ মার্চ, ২০১৯ (বাসস) : বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আজ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়েছে।
ঢাকাস্থ আবহাওয়া সদর দপ্তরে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া, দিবসটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূঁইয়া। বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক।
অনুষ্ঠানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাবেক পরিচালক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধিদপ্তরীয় কর্মকর্তা পরিষদ একটি টেকনিক্যাল সেশনের আয়োজন করে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া আবহাওয়া দিবসের গুরুত্ব তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করছে।