বাজিস-৩ : জয়পুরহাটে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

335

বাজিস-৩
জয়পুরহাট-সেমিনার
জয়পুরহাটে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জয়পুরহাট, ৭ জুন, ২০১৮ (বাসস) : ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে ভোক্তাদের মাঝে ব্যাপক হারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহষ্পতিবার এক সেমিনারের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন আয়োজিত সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) আ ত ম আব্দুল্লাহেল বাকী সেমিনারে সভাপতিত্ব করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য করণীয় বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: হাবিবুল আহসান তালুকদার, এ এস পি একরামুল হক, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল হাকিম মন্ডল, কনজুমার্স রাইটস এসোসিশেনের সভাপতি গোলাম হক্কানী, প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব অপূর্ব সরকার, সাবেক অধ্যক্ষ খাজা সামছুল আলম, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী প্রমুখ। জেলার ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/১০৪৩/গিউ/-নূসী