নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ১৫

415

মাকুরদি (নাইজেরিয়া), ৭ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনুয়ে রাজ্যে বিগত কয়েকদিনে পৃথক সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ অঞ্চলে খ্রীষ্টান কৃষক ও যাযাবর রাখালদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা যায়। বুধবার দেশটির সরকারি সূত্র একথা জানিয়েছে।
বেনুয়ে রাজ্যের তথ্যমন্ত্রী লরেন্স ওনোজা বলেন, গত ৪৮ ঘন্টায় সন্দেহভাজন যাযাবর রাখালরা বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে।
বুধবার রাত তিনটার দিকে গুমার কাছে টিসে ইসহাভ গ্রামে হামলা চালানো হয়। এতে আট জন নিহত, বেশ কয়েকজন নিখোঁজ ও অনেকে আহত হয়েছে। খবর এএফপি’র।
তিনি আরো জানান, সোমবার ইয়েলওয়াতায় একই ধরনের হামলায় অপর দু’জন নিহত হওয়ার পর সর্বশেষ এ ঘটনা ঘটল।
গুমার স্থানীয় সরকারের প্রধান এন্থনি শাওন ১০ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামলাকারীরা সেখান থেকে চলে যাওয়ার আগে বাড়িঘরে অগ্নিসংযোগ করে।
পার্শ্ববর্তী লোগো জেলায় একই ধরনের সশস্ত্র গ্রুপ হামলা চালায়। সেখানে পাঁচজন নিহত ও আরো অনেকে আহত হয়েছে।’
স্থানীয় সরকার প্রধান রিচার্ড নিয়াজো জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনিও হতাহতের খবরা নিশ্চিত করেন।
এলাকাটা ‘মিডল বেল্ট’ এ অবস্থিত। এর দক্ষিণে খ্রীষ্টান ও উত্তরে মুসলিমদের প্রাধান্য রয়েছে।