বাজিস-৫ : মেহেরপুরে শিশু ও নারীর উন্নয়নে সরকারের সফলতা পরিকল্পনা নিয়ে উঠান বৈঠক

138

বাজিস-৫
মেহেরপুর-উঠান বৈঠক
মেহেরপুরে শিশু ও নারীর উন্নয়নে সরকারের সফলতা পরিকল্পনা নিয়ে উঠান বৈঠক
মেহেরপুর, ২০ মার্চ, ২০১৯ (বাসস) : জেলায় শিশুর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সরকারের সাফল্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে উঠান বৈঠক করেছে জেলা তথ্য আফিস। আজ বুধবার সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে মৎস্য ব্যবসায়ী মো. হান্নান আলীর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শিশুর অধিকার, নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ড, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন জেলা তথ্য কর্মকর্তা মোহম্মদ আলী। শিশুর অধিকার, শিশুর পরিচর্যা, নারীর অধিকার ও ক্ষমতায়নের উপর দিক নির্দেশনা মূলক আলোচনা ছাড়াও বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিশু ভাতা, আশ্রয়ণ প্রকল্প, একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিকে গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ সরকারের উন্নয়ন এবং পরিকল্পনা নিয়েও আলোচনা করেন জেলা তথ্য কর্মকর্তা।
এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলেন উজ্জলপুর ইউপিনয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা আক্তার।
বৈঠকে উপস্থিত মহিলারা এসব সুযোগ সুবিধা পেয়ে নিজেদের স্বাবলম্বী করতে পেরেছেন বলে মত প্রকাশ করেন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১৩১০/নূসী