মিয়ানমারে রাষ্ট্রদ্রোহের দায়ে রাখাইন নেতার ২০ বছরের কারাদন্ড

615

সিটওয়ে (মিয়ানমার), ১৯ মার্চ, ২০১৯ (বাসস) : মিয়ানমারে রাষ্ট্রদ্রোহের দায়ে প্রখ্যাত রাখাইন নেতা আয়ে মঙকে ২০ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত।
আশংকা করা হচ্ছে এর ফলে যুদ্ধরত জাতিগত রাখাইন ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত আরো তীব্র হবে।
এদিকে মঙ্গলবার রায়ের পর রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়েতে আদালতের বাইরে নিরাপত্তা বাহিনী শত শত সমর্থককে শান্ত করার চেষ্টা করে। একইসঙ্গে আয়ে মঙকে নিরাপত্তা বাহিনীর পাহারায় অপেক্ষমান পুলিশের ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
আরাকান ন্যাশনাল পার্টির সাবেক চেয়ারম্যান আয়ে মঙকে ২০১৮ সালের জানুয়ারিতে জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে ঘৃণা ছড়ানো ও রাষ্ট্রদ্রোহের কারণে এ কারাদন্ড দেয়া হয়।
রাষ্ট্র সমর্থিত সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমাবেশ করেন এবং বলেন, দাস করে রাখা জাতিগত রাখাইনদের এখনই উপযুক্ত সময় সশস্ত্র সংগ্রাম শুরু করার।
ওইদিন সন্ধ্যার পর পরই রাখাইন বিক্ষোভকারীরা সরকারি ভবন দখল করে। পুলিশ গুলি চালায়। এতে ৭ জন প্রাণ হারায়।
ওই সমাবেশে লেখক ওয়ে হিন অং বক্তৃতা করেন। কয়েকদিনের মধ্যে পুলিশ উভয়কে গ্রেফতার করে।
ওয়ে হিন অং এর আইনজীবী জানান, উভয়কে ২০ বছরের কারাদ- দেয়া হয়েছে।
তারা আপিল করবেন কিনা তা নিয়ে আলোচনা করছেন বলে জানান।
রাখাইন রাজ্যে ২০১৭ সালে সামরিক বাহিনীর বর্বর অভিযানে সাত লাখ ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়।