বাসস ক্রীড়া-১১ : দানি আলভেসের হাঁটুতে অস্ত্রোপচার

340

বাসস ক্রীড়া-১১
ফুটবল-বিশ্বকাপ-ব্রাজিল-আলভেস
দানি আলভেসের হাঁটুতে অস্ত্রোপচার
প্যারিস, ৬ জুন ২০১৮ (বাসস/এএফপি): ইনজুরি গ্রস্ত হাঁটুতে মঙ্গলবার অস্ত্রোপচার করিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলীয় ডিফেন্ডার দানি আলভেস। ক্লাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এ ইনজুরির কারণেই তাকে বিশ্বকাপগামী ব্রাজিলীয় স্কোয়াড থেকে সরে যেতে হয়েছে।
গত ৮ মে ফরাসি ক্লাব পিএসজির হয়ে ফ্রেঞ্চ কাপের ফাইনালে অংশগ্রহনের সময় হাঁটুর লিগামেন্ট ইনজুরির কবলে পড়েন ৩৫ বছর বয়সি সাবেক বার্সেলোনা তারকা। ফলে ১০৭ টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহনের অভিজ্ঞতা সম্পন্ন এই খেলোয়াড়কে বিশ্বকাপে খেলাতে পারছে না ব্রাজিল।
এক বিজ্ঞপ্তিতে পিএসজি জানায়, ‘আমরা অস্ত্রোপাচারের পর এখন সঠিক সময়ের অপেক্ষায় আছি। দ্রুত সময়ে যেন তিনি সুস্থ হয়ে উঠেন।’
১৭ বছরের ক্যারিয়ারে এই ফুটবল তারকা প্রথম শিরোপাটি জয় করেছেন বাল্যকালের ক্লাব এসপোর্তে ডি বাহিয়ার পক্ষে। এরপর সেভিয়ার হয়ে ৫টি, বার্সেলোনার হয়ে ২৩ টি, জুভেন্টাসের হয়ে ২টি এবং পিএসজির হয়ে এ পর্যন্ত চারটি শিরোপা জয় করেছেন আলভেস।
বাসস/এএফপি/এমএইচসি/১৮০৫/স্বব