বাসস দেশ-১৫ : দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে দুদক

347

বাসস দেশ-১৫
দুদক- গণশুনানি
দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে দুদক
ঢাকা, ৬ জুন, ২০১৮ (বাসস) : ভূমি ব্যবস্থাপনাসহ অন্যান্য সরকারি দপ্তরে মানসম্মত সেবাপ্রাপ্তির লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
দুদকের উদ্যোগে আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে গুলশান, তেজগাঁও ও সূত্রাপুর সাব-রেজিস্ট্রি অফিসের সেবা কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তৃতায় দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ এ কথা বলেন।
নাসিরউদ্দীন আহমেদ বলেন, জনগণের সংবিধানিক অধিকার সমুন্নত রাখতে তাদেরকে দুর্নীতি ও হয়রানিমুক্তভাবে সরকারি পরিষেবা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন সৃষ্টি করে জনগণকে সচেতন করতে হবে।
গণশুনানিতে জনৈক অভিযোগকারী এক জন সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ করলে, -দুদক কমিশনার তাৎক্ষনিকভাবে জেলা রেজিস্ট্রারকে বিষয়টি তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
কোনো সরকারি কর্মকর্তা যদি কোনো সেবার বিনিময়ে অনৈতিকভাবে ঘুষ বা উপঢৌকন দাবি করেন, তাহলে বিষয়টি ত্ৎক্ষণিকভাবে কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ এ জানানোর অহ্বান জানিয়ে নাসিরউদ্দীন আহমেদ বলেন, কমিশনের স্টাইকিং ফোর্সের সদস্যরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। রাজধানীতে প্রায়ই এ জাতীয় অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
গণশুনানিকে অন্যান্যের মধ্যে প্রধান নিবন্ধক (আইজেআর) মো. আবদুল মান্নান, জেলা রেজিস্ট্রার দীপক সরকার, কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন ।
বাসস/সবি/এফএইচ/১৮১০/এএএ