বাজিস-৭ : মেহেরপুরে ‘জাতীয় নজরুল সম্মেলন’ অনুষ্ঠিত

141

বাজিস-৭
মেহেরপুর-নজরুল সম্মেলন
মেহেরপুরে ‘জাতীয় নজরুল সম্মেলন’ অনুষ্ঠিত
মেহেরপুর, ১৯ মার্চ ২০১৯ (বাসস) : জেলায় আজ প্রথম ব্যাপক জাঁককমকের সাথে জাতীয় নজরুল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় কবি নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উদ্বোধন করা হয়েছে। সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সচিব (উপ-সচিব) ও প্রকল্প পরিচালক, কবি নজরুল ইনস্টিটিউট মো. আব্দুর রহিমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। পরে সেখানে সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গণি। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতি. সচিব) মো. আব্দুর রাজ্জাক ভূঞা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক সচিব (উপ-সচিব) মো. আব্দুর রহিম, প্রফেসর হাসানুজ্জামান মালেক ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
তিন দিনব্যাপী নজরুলের জীবনীভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাঁচ দিনব্যাপী শুদ্ধ বাণী ও সুরে নজরুল সঙ্গীতের প্রশিক্ষক সৃজনের কোর্স হবে প্রতিদিন বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন এমএ মান্নান, রওশন আরা ইসলাম সোমা, রাহাত আরা গীতি, যোশেফ কমল রড্রিক্স, করিম হাসান খান, মইদুল ইসলাম, ইদ্রিস আলী, কদরুণ নেছা ডালিয়া, লিপিকা রাণী দাস, পিয়াঙ্কা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রী ও হাফিজ আহমেদ রতন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১৪১০/নূসী