বাজিস-৬ : নওগাঁয় জেলা পর্যায়ে ভাষা বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

136

বাজিস-৬
নওগাঁ-ভাষা বিজ্ঞান
নওগাঁয় জেলা পর্যায়ে ভাষা বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
নওগাঁ, ১৯ মার্চ ২০১৯ (বাসস) : জেলায় আজ বিএলএস-সমকাল ভাষা বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের বিলুপ্ত ভাষাসমুহকে উজ্জীবিত করা এবং এগুলোকে বাংলা ভাষার সাথে সমন্বয় সাধন করার লক্ষ্যে বাংলাদেশ লিঙ্গুয়িষ্টিক সোসাইটি (বিএলএস) ও সমকাল নওগাঁ সরকারী কে ডি উচ্চ বিদ্যালয়ে বেলা সাড়ে ১২টা থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে।
এ প্রতিযোগিতায় নওগাঁ জেলার ১৪ থেকে ১৯ বছর বয়সের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় লিঙ্গুয়িষ্টিক সোসাইটির নওগাঁ জেলার সমন্বয়ক আল নাসির, আবু ওমর ফায়সাল, নাজিম উদ্দিন, নওগাঁ জেলা প্রতিনিধি কৌশিক ও ন¤্র, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, নওগাঁস্থ সমকাল প্রতিনিধি এম আর ইসলাম রতন এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে নওগাঁ কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের মোঃ আল মামুন ও মোঃ হাসমত আলী ্উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন জেলা পর্যায়ের এ প্রতিযোগিদের মধ্যে থেকে বিজয়ী ১০ জনকে ঢাকায় জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। ঢাকায় জাতীয়ভাবে বিজয়ী ৪ জন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১৪১০/নূসী