বাসস বিদেশ-৪ : বোয়িংয়ের নিরাপত্তার বিষয়টিকে ‘সর্বোচ্চ’ গুরুত্ব দেয়া হবে : সিইও

175

বাসস বিদেশ-৪
যুক্তরাষ্ট্র-বিমান-বোয়িং
বোয়িংয়ের নিরাপত্তার বিষয়টিকে ‘সর্বোচ্চ’ গুরুত্ব দেয়া হবে : সিইও
ওয়াশিংটন, ১৯ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক): বোয়িংয়ের সিইও ডেনিস মুইলেনবার্গ বোয়িং বিমানের গ্রাহক ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার ব্যাপারে কোম্পানির পক্ষ থেকে সোমবার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ইথিওপিয়া এয়ারলাইনের ফ্লাইট ইটি৩০২ বিধ্বস্ত হওয়ার পর বোয়িং বিমানের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ তদন্তের প্রেক্ষাপটে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। খবর এএফপি’র।
মুইলেনবার্গ বলেন, এখন ‘বোয়িংয়ের নিরাপত্তা হচ্ছে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেককে আমাদের বিমানগুলোর নিরাপত্তা এবং নির্ভরযোগ্য ভ্রমণের একটি স্থায়ী মান নিশ্চিত করছি।’
ইথিওপিয়া এয়ারলাইনের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান দুর্ঘটনায় ১৫৭ আরোহীর সকলে নিহত হয়। মাত্র ছয় মাসেরও কম সময় আগে লায়ন এয়ারলাইনের একই ধরনের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৮৯ জন প্রাণ হারায়।
অল্প সময়ের ব্যবধানে একই মডেলের দু’টি বিমান দুর্ঘটনার কবলে পড়ায় বোয়িং বিমানের নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী প্রশ্ন ওঠে।
এ ব্যাপারে মুইলেনবার্গ বলেন, ‘আমাদের নকশা করা বিমানের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পুরো দল নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।’
বাসস/এমএজেড/১২-৪০/জুনা