বাসস দেশ-৩৪ : নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশের খ্রিস্টান সমাজের নিন্দা

544

বাসস দেশ-৩৪
খ্রিস্টান সমাজ-নিন্দা
নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশের খ্রিস্টান সমাজের নিন্দা
ঢাকা, ১৮ মার্চ, ২০১৯ (বাসস) : ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও বলেছেন, বাংলাদেশের খ্রিস্টান সমাজ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ নগরীর দু’টি মসজিদে গত শুক্রবার নামাজ চলাকালে সংঘটিত নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় গভীরভাবে মর্মাহত।
আজ সোমবার এক বিবৃতিতে ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের জঘণ্য ঘটনা আমরা কোনভাবেই সমর্থন করি না।’
ঢাকার আর্চবিশপ বলেন, ‘এই অমানুষিক হামলায় বাংলাদেশের নাগরিকসহ যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা গভীরভাবে শোকাভিভূত এবং তাদের আত্মার কল্যাণের জন্য প্রার্থনা করছি।’
তিনি হামলার ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিবৃতিতে আর্চবিশপ আরও বলেন, ‘ঈশ্বর যেন এরূপ মর্মান্তিক ঘটনা থেকে মানবসমাজকে মুক্ত রাখেন এবং যারা জগতে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বশক্তিমান যেন তাদেরকে শক্তিদান করেন।’
বাসস/সবি/জেডআরএম/২১৪০/-এমকে