বাসস বিদেশ-৫ : ক্রাইস্টচার্চ হামলা নিয়ে সিনেটরের মন্তব্যের কারণে ইন্দোনেশিয়ার অস্ট্রেলীয় দূতকে তলব

153

বাসস বিদেশ-৫
ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
ক্রাইস্টচার্চ হামলা নিয়ে সিনেটরের মন্তব্যের কারণে ইন্দোনেশিয়ার অস্ট্রেলীয় দূতকে তলব
জাকার্তা, ১৮ মার্চ, ২০১৯ (বাসস) : ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ব্যাপারে কুইন্সল্যান্ডের একজন সিনেটরের আপত্তিকর মন্তব্যের কারণে ইন্দোনেশিয়া সোমবার ক্যানবেরার রাষ্ট্রদূতকে তলব করে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি বলেন, কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রাসের এনিংয়ের বিতকির্ত মন্তব্যের তীব্র নিন্দা জানাতে তিনি তার কার্যালয়ে রাষ্ট্রদূত গ্যারি কুইনলেনকে ডেকে পাঠিয়েছিলেন।
ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় যে ৫০ মুসলিম নিহত হয়েছে তাদের মধ্যে ইন্দোনেশিয়ার একজন নাগরিক রয়েছে। এছাড়া সেদেশের আরো একজন মারাত্মক আহত হয়েছে।
সরকারি টুইটার একাউন্টে মারসুদি জানান, রাষ্ট্রদূত কুইনলান তাকে আশ্বস্ত করেছেন সিনেটর অ্যানিংয়ের মন্তব্য অস্ট্রেলিয়ার সরকার ও জনগণের মনোভাবের প্রতিনিধিত্ব করেনা।
শুক্রবার অ্যানিং এক মন্তব্যে বলেন, নিউজিল্যান্ডে মুসলিম অভিবাসনের কারণে ক্রাইস্টচার্চে হামলার হয়েছে।
অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গন থেকেই তার এ মন্তব্যের নিন্দা জানানো হয়।
প্রধানমন্ত্রী স্কট মরিসন সিনেটরের এ মন্তব্যকে আতংকজনক ও বিশ্রী হিসেবে উল্লেখ করে বলেন, অস্ট্রেলিয়ায় এর কোন স্থান নেই।
সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড ওই সিনেটরকে জাতি বিদ্বেষী ও উগ্র হিসেবে উল্লেখ করেন।
বাসস/এএফপি/জুনা/১৮২০/আরজি