বাসস বিদেশ-৩ : নিউজিল্যান্ডের মন্ত্রিপরিষদ কঠিন অস্ত্র আইনের বিষয়ে ‘নীতিগতভাবে’ সম্মত

167

বাসস বিদেশ-৩
নিউজিল্যান্ড-হামলা-বন্দুক-আইন
নিউজিল্যান্ডের মন্ত্রিপরিষদ কঠিন অস্ত্র আইনের বিষয়ে ‘নীতিগতভাবে’ সম্মত
ওয়েলিংটন, ১৮ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন সোমবার বলেছেন, তার মন্ত্রিপরিষদ ‘নীতিগতভাবে’ অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠিন করার ব্যাপারে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তারা এ আইনের আমূল সংস্কার করবে। খবর এএফপি’র।
আরডার্ন বলেন, যাতে সহজেই যে কেউ অস্ত্র হাতে না পায় সে জন্য নিউজিল্যান্ডের অস্ত্র আইনে পরিবর্তন আনতে ‘আমরা মন্ত্রিপরিষদে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি।’
এসময় তিনি ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা তদন্তের ঘোষণা দেন। সেখানে শুক্রবারের ওই হামলায় ৫০ জন প্রাণ হারায়।
বাসস/এমএজেড/১৩০৫/জুনা