বাসস দেশ-২৪ : চট্টগ্রামে ‘খেলাঘর’-এর শিশুদের পাঠাগারের জন্য ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র (১৫ খন্ড)’ প্রদান

555

বাসস দেশ-২৪
চট্টগ্রাম-শিশু দিবস
চট্টগ্রামে ‘খেলাঘর’-এর শিশুদের পাঠাগারের জন্য ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র (১৫ খন্ড)’ প্রদান
চট্টগ্রাম, ১৭ মার্চ, ২০১৯ (বাসস) : জাতীয় শিশু কিশোর দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৯৮৪ ব্যাচের সংগঠন ‘’আমরা চুরাশি’-এর উদ্যোগে চট্টগ্রামে ‘খেলাঘর’-এর শিশুদের পাঠাগারের জন্য ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র (১৫ খন্ড)’ প্রদান করা হয়েছে।
খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি ডাঃ এ কিউ এম সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে চট্টগ্রাম নগরীর ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা চুরাশি’র সদস্য ও বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী,আমরা চুরাশি’র সদস্য মায়া আফরোজ, এনামুল ইসলাম কাফি, বিদ্যুৎ ঘোষ, খেলাঘর মহানগরীর সম্পাদক রূপক চৌধুরী, কবি আশীষ সেন, উন্নয়ন কর্মী সুমন চৌধুরী মনি প্রমুখ। অনুষ্ঠানে খেলাঘরের শিশুদের নিকট তাদের পাঠাগারের জন্য হাসান হাফিজুর রহমান সম্পাদিত ১৫ খন্ডের ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’’ প্রদান করা হয়।
বাসস/সবি/কেকে/২১০১/জেহক