বাসস দেশ-১৭ : কেবল আইন নয়, সমাজকেও শিশুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে : রাশেদ খান মেনন

270

বাসস দেশ-১৭
মেনন- বঙ্গবন্ধু-জন্মবার্ষিকী
কেবল আইন নয়, সমাজকেও শিশুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে : রাশেদ খান মেনন
ঢাকা, ১৭ মার্চ, ২০১৯ (বাসস) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে শিশু-কিশোরদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় শিক্ষিত করতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর কাকরাইলে উইল্্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আরিফুর রহমান টিটু। বক্তব্য রাখেন শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত হাওলাদার হৃদয়।
মেনন বলেন, শৈশবের আনন্দ ফিরিয়ে দিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়ার কঠোরতা কমাতে হবে। তাদেরকে আদর এবং ভালোবাসা দিতে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিশুদের সুরক্ষায় শুধু আইন করলেই চলবে না। সমাজকেও শিশুদের রক্ষা করার দায়িত্ব নিতে হবে। তিনি মাদক এবং অনাচারের হাত থেকে শিশুদের রক্ষা করার জন্য আহ্বান জানান।
বাসস/সবি/এমএআর/১৯২০/এমএবি