ফ্রান্সের নাগরিকত্ব পেলেন পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা

196

প্যারিস, ১৬ মার্চ ২০১৯ (বাসস) : ফ্রান্সের নাগরিকত্ব লাভ করেছেন প্যারিস সেইন্ট-জার্মেইর ব্রাজিলিয়ান অধিনায়ক থিয়াগো সিলভা। এক টুইটার বার্তায় সিলভা নিজেই এই তথ্য জানিয়েছেন।
৩৪ বছর বয়সী সিলভা এই নাগরিকত্ব পাওয়ায় পিএসজির কাছে ইউ’র বাইরের খেলোয়াড় কোটায় একটি অতিরিক্ত জায়গা তৈরী হলো।
২০১২ সালে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএজিতে যোগ দেবার পর থেকে সিলভা এ পর্যন্ত ২৭৪টি ম্যাচ খেলেছেন। ব্রাজিলের জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ৭৭টি আন্তর্জাতিক ম্যাচ।
টুইটারে এ সম্পর্কে সিলভা লিখেছেন, ‘আজ আমি, আমার স্ত্রী বেলে সিলভা ও আমার দুই সন্তান ইসাগো ও ইয়াগো ফ্রেঞ্চ নাগরিকত্ব লাভ করেছি। এটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। কারন গত সাড়ে ছয় বছর আমরা সবাই প্যারিসে আছি। প্যারিসকে আমরা নিজের ঘরের মতই মনে করি। আমাদেরকে নিজেদের হিসেবে গ্রহণ করার জন্য ফ্রান্সকে ধন্যবাদ।’