বাজিস-৬ : নাটোরে গণিত প্রতিযোগিতার জাতীয় রানার-আপ শিফাত সংবর্ধিত

140

বাজিস-৬
নাটোর-শিফাত সংবর্ধিত
নাটোরে গণিত প্রতিযোগিতার জাতীয় রানার-আপ শিফাত সংবর্ধিত
নাটোর, ১৬ মার্চ, ২০১৯ (বাসস) : এলোহা বাংলাদেশ আয়োজিত ১২তম জাতীয় গণিত প্রতিযোগিতার জাতীয় রানার-আপ মোহাম্মদ সুফিয়ান সাইফ সিদ্দিক শিফাতকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ এলোহা নাটোর কেন্দ্র প্রাঙ্গনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণিত চর্চার মধ্য দিয়ে সারা বিশ্বে মেধাবী প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে এলোহা। এ সংগঠনের শিক্ষার্থীরা মেধা ও মননে বিকশিত হয়ে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠছে। তারাই ভবিষ্যতে বাংলাদেশ তথা বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আসীন হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক আতাউর রহমান, নাটোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন ও জজকোর্টের সিনিয়র আইনজীবী এ বি এম খাইরুজ্জামান মডি। কেন্দ্র পরিচালক শেখ ফজলে রুহানী সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে গত ১ মার্চ ঢাকায় বাংলাদেশ ও ভারতের প্রায় তিন হাজার প্রতিযোগির অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় গণিত প্রতিযোগিতায় এলোহা নাটোর কেন্দ্র থেকে উত্তীর্ণ হয়ে অংশগ্রহণকারী পাঁচজন শিক্ষার্থীকেও সংবর্ধনা প্রদান করা হয়। পরে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
জাতীয় রানার-আপ শিফাত ২০ জুলাই চায়নাতে ৩৫টি দেশের বিজয়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বাসস/সংবাদদাতা/আহো/১৩৫৫/নূসী