যুক্তরাষ্ট্রে কিউবানদের ভিসার মেয়াদ কমছে

374

হাভানা, ১৬ মার্চ, ২০১৯ বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্র কিউবার নাগরিকদের জন্য দেশটিতে পাঁচ বছরের ভিসার পরিবর্তে তিন মাসের ভিসা চালু করতে যাচ্ছে। মার্কিন নাগরিকদের জন্য কিউবায় তিন মাসের ভিসা চালু থাকায় এর সঙ্গে সঙ্গতি রেখে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটি।
সর্বশেষ শুক্রবারের এই পদক্ষেপের ফলে দেশ দুটির মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটল। ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে ওয়াশিংটন ও হাভানার সম্পর্কে অবনতি শুরু হয়।
খবর এএফপি’র।
হাভানায় মার্কিন দূতাবাসে ওয়াশিংটনের ডেপুটি চিফ অব মিশন মারা টেকাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘মার্কিন অভিবাসন আইন অনুযায়ী মার্কিন ভিসা ফি ও বৈধ অবস্থানের মেয়াদ যে কোন দেশের সঙ্গে পারস্পারিক সঙ্গতিপূর্ণ রেখে করা হয়।’
তিনি বলেন, কিউবায় মার্কিন পর্যটকদের সিঙ্গেল এন্ট্রি ভিসার মেয়াদ সর্বোচ্চ তিন মাস রাখা হয়েছে।
নতুন আইনে কিউবার নাগরিকরা যুক্তরাষ্ট্রে ফ্যামিলি ভিসা, চিকিৎসা ভিসা ও ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবে।
মার্কিন পরাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, ১৮ মার্চ থেকে এটি কার্যকর হবে।