বাসস দেশ-১৮ : নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তীব্র নিন্দা ও শোক

716

বাসস দেশ-১৮
ক্রাইস্টচার্চ-মন্ত্রী- শোক
নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তীব্র নিন্দা ও শোক
ঢাকা, ১৫ মার্চ, ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ।
শোক ও নিন্দা জানিয়ে বার্তা দিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাঁদের বার্তায় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
বাসস/তবি/এমএন/২১৩০/অমি