বাসস দেশ-২২ : বিআইডব্লিউটিএ’র অভিযান অব্যাহত : এ পর্যন্ত ২ হাজার স্থাপনা উচ্ছেদ

572

বাসস দেশ-২২
বিআইডব্লিউটিএ-অভিযান
বিআইডব্লিউটিএ’র অভিযান অব্যাহত : এ পর্যন্ত ২ হাজার স্থাপনা উচ্ছেদ
ঢাকা, ১৪ মার্চ, ২০১৯ (বাসস) : নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে নদীতীর দখলমুক্ত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অভিযান অব্যাহত রয়েছে।
বিআইডব্লিউটিএ চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত ১৮ কার্যদিবসে ২ হাজার ২৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ৫২ একর জায়গা অবমুক্ত করেছে।
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা আজ বৃহস্পতিবার সাভার থানার বড়বরদেশী মৌজা, গাবতলী ও আমিনবাজার এলাকায় তুরাগ নদের উভয় তীরে অভিযান চালিয়ে ২০টি পাকা বাউন্ডারি ওয়াল, ১৫টি বাঁশের জেটি এবং ২০টি টিনের ঘর উচ্ছেদ করেছে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগামী ১৯ থেকে ২১ মার্চ সকাল ৯ টা থেকে তুরাগ নদে গাবতলী-আমিনবাজার হতে আপস্ট্রিমে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাসস/সবি/এফএইচ/১৯২৫/এএএ