বরিশালে শিক্ষা খাতে ৩২শ কোটি টাকার কাজ সম্পন্ন

485

বরিশাল, ১৪ মার্চ ২০১৯ (বাসস) : প্রায় ৩ হাজার ২’শ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্বাচিত বেসরকারী মাদ্রাসা, ৩১৫টি উপজেলা সদরে নির্বাচিত বেসরকারী বিদ্যালয় সমূহকে মডেল স্কুলে রূপান্তর ও সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম প্রকল্প কাজ শতভাগ সম্পন্ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল জোন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল জোন-এর সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচিত বেসরকারী মাদ্রাসা সমূহের একাডেমিক ভবন উন্নয়ন মূলক কাজ মোট ২৭ টি স্কীমের মাধ্যমে সর্বমোট প্রকল্প ব্যয় ছিল প্রায় ১৫’শ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা। ইতিমধ্যে প্রকল্পটি শতভাগ বাস্তবায়ন সম্পন্ন করা হয়েছে।
সরকারী বিদ্যালয় বিহীন ৩১৫ উপজেলা সদরে নির্বাচিত বেসরকারী বিদ্যালয় সমূহকে মডেল স্কুলে রূপান্তর কাজ মোট ১৩ টি স্কীমের মাধ্যমে সর্বমোট প্রকল্প ব্যয় ছিল প্রায় ১৩’শ কোটি ৬১ লাখ ৮ হাজার টাকা। ইতিমধ্যে প্রকল্পটি শতভাগ বাস্তবায়ন সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম কাজ মোট ৮ টি স্কীমের মাধ্যমে সর্বমোট প্রকল্প ব্যয় ছিল প্রায় ২’শ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার টাকা। ইতিমধ্যে প্রকল্পটি শতভাগ বাস্তবায়ন সম্পন্ন করা হয়েছে।
এব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সমির চন্দ্র রজক দাস বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক সহযোগিতায় বরিশাল জোন-এর শিক্ষাখাত গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের সমাজের মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।