রেফারি সম্পর্কে মন্তব্য করায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বুফন

318

তুরিন, ৬ জুন, ২০১৮ (বাসস) : গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের পরাজয়ের পরে রেফারি সম্পর্কে মন্তব্য করায় তিন ম্যাচের জন্য গোলররক্ষক গিয়ানলুইজি বুফনকে নিষিদ্ধ করেছে উয়েফা। ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
স্টপেজ টাইমের পেনাল্টিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে জয়ী হয়েও দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। স্পট কিক থেকে রিয়ালের হয়ে গোলটি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ইংলিশ রেফারি মাইকেল অলিভারের এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিতে পারেননি বুফন। বার্নাব্যুর ঐ ম্যাচে শেষ পর্যন্ত বুফনকে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করতে হয়েছিল। ম্যাচের শেষে জুভেন্টাসের হয়ে ১৭ মৌসুম কাটানো অভিজ্ঞ বুফন অলিভারের দারুন সমালোচনা করেন। এমনকি রেফারিকে হৃদয়হীন পর্যন্ত বলেছিলেন বুফন।