বাসস ক্রীড়া-২ : সুইস অধিনায়ক লিচেস্টেইনারের সাথে চুক্তি সম্পন্ন করলো আর্সেনাল

209

বাসস ক্রীড়া-২
ফুটবল-চুক্তি
সুইস অধিনায়ক লিচেস্টেইনারের সাথে চুক্তি সম্পন্ন করলো আর্সেনাল
লন্ডন, ৬ জুন, ২০১৮ (বাসস) : জুভেন্টাস থেকে সুইস অধিনায়ক ও ডিফেন্ডার স্টিফেন লিচেস্টেইনারকে দলে নিয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লীগের ক্লাবটিতে নতুন কোচ উনাই এমেরির এটাই প্রথম খেলোয়াড় চুক্তির ঘটনা।
৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারের সিরি-আ চ্যাম্পিয়নদের সাথে চুক্তি শেষ হয়ে গিয়েছিল। আসন্ন রাশিয়া বিশ^কাপে তিনি সুইজারল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
২০১১ সালে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন লিচেস্টেইনার। তারপর থেকে ইতালিয়ান ক্লাবটির হয়ে টানা সাতটি লিগ শিরোপা জয় করেছেন। আর্সেনালের ওয়েবসাইটে লিচেস্টেইনার বলেছেন, ‘জুভেন্টাস থেকে আর্সেনালে আসাটা আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। আর্সেনালের সামনে এখন একটাই লক্ষ্য, চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসা। আর্সেনালের মত একটি ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগে না খেলাটা সত্যিই দু:খজনক।
এদিকে দীর্ঘদিনের কোচ আর্সেন ওয়েঙ্গারের স্থলাভিষিক্ত নতুন কোচ এমেরি বলেছেন, স্টিফেনের অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের কাজে আসবে। তার মধ্যে দারুন একটি ইতিবাচক ও দৃঢ় মনোভাব রয়েছে। মাঠ ও মাঠের বাইরে সে আমাদের দারুনভাবে সহযোগিতা করতে পারবে বলেই আমাদের বিশ^াস।
বাসস/নীহা/১০০০/স্বব/