পঞ্চগড়ে গমের বাম্পার ফলন

493

পঞ্চগড়, ১১ মার্চ, ২০১৯ (বাসস) : জেলায় এবার গমের বাম্পার ফলন হয়েছে। অতিক্রম করেছে গম চাষের লক্ষ্যমাত্র ভালো মানের বীজ বপন ও আবহাওয়া অনুকূলে থাকায় গমের ফলন হয়েছে কাঙ্খিত মানের। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি এ মৌসুমে পঞ্চগড় জেলায় ২২,১৮৯ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও জেলায় গম চাষ হয়েছে ২৬,৯২০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩,২২৪ মেট্রিক টন গম।
কৃষি বিভাগ ও কৃষকেরা জানিয়েছে, শুরু থেকে গম চাষের অনুকূলে আবহাওয়া ছিল, পরিমিত সার ও প্রয়োজনীয় সেচ ব্যবস্থা গমের ভালো ফলনে সাহায্য করেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন বাসসকে জানান, গমের ভালো ফলনের জন্য সরকার প্রদত্ত ভালো মানের বীজ ও সার ৫০০ কৃষকদের দের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়াও বিএডিসি ন্যায্য মূল্যেও কৃষকদের মাঝে উন্নত জাতের গম বীজ সরবরাহ করেছে। দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া গ্রামের কৃষক শুনিল কুমার জানান, তিনি এবার ৩ বিঘা জমিতে গমের চাষ করেছে। ফলন দেখে সে খুশি। শুনিল আশা করছে, বিঘা পতি ৮ মণ গম আসবে । সব ক্ষেতেই গমের পরিপক্কতা হয়েছে। এ মাসের শেষের দিকে পুরোদমে গম কর্তন শুরু করা যাবে বলে কৃষকরা আশা প্রকাশ করছে।