সংসদে আরো ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন

531

সংসদ ভবন, ১০ মার্চ ২০১৯ (বাসস) : জাতীয় সংসদে আরো ১০টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বৈঠকের শুরুতে দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উত্থাপনের পরই কমিটিগুলো পুনর্গঠন করা হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রীর অনুমোদনে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর প্রস্তাবে এ কমিটিগুলো পুনর্গঠন করা হয়।
পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।