বাসস দেশ-২১ : টিসিবি’র নতুন চেয়ারম্যান হাসান জাহাংগীর

348

বাসস দেশ-২১
টিসিবি-চেয়ারম্যান
টিসিবি’র নতুন চেয়ারম্যান হাসান জাহাংগীর
ঢাকা, ৫ জুন, ২০১৮ (বাসস) : ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাংগীর পিএসসিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।
আদেশে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়াকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে সনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
এছাড়াও অপর এক আদেশে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দিয়েছে সরকার।
এমআরপি অ্যান্ড এমআরভি প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম। এজন্য শহিদুল আলমকে সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এমআরপি অ্যান্ড এমআরভি প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।
বাসস/সবি/বিকেডি/১৮৫০/অমি