সমবায় অধিদপ্তরে নিবন্ধিত সমিতি ১ লাখ ৭৪ হাজার ৫৩৫টি : তাজুল ইসলাম

389

সংসদ ভবন, ৬ মার্চ, ২০১৯ (বাসস) : বর্তমানে সারাদেশে সমবায় অধিদপ্তরের নিবন্ধিত সমিতির সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৫৩৫টি।
জাতীয় পার্টির সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ সংসদে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, সমিতিসমূহের মাধ্যমে ৬ লাখ ৮৪ হাজার ৭০ জন লোকের বা পরিবারের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি জানান, ১ লাখ ৭৪ হাজার ৫৩৫টি সমবায় সমিতির মধ্যে ২৩ হাজার ১১৮টি সমবায় সমিতি ঋণ দান কর্মসূচির সাথে সম্পৃক্ত।