বাসস বিদেশ-৭ : এলিট ইন্ডিয়ান স্নিফার স্কোয়াডে স্থান করে নিল বেওয়ারিশ কুকুর

153

বাসস বিদেশ-৭
ভারত-কুকুর-পুলিশ
এলিট ইন্ডিয়ান স্নিফার স্কোয়াডে স্থান করে নিল বেওয়ারিশ কুকুর
কোলকাতা, ৬ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : ভারতের পশ্চিমবঙ্গে শিশুদের ছোঁড়া পাথরের হাত থেকে উদ্ধার করার প্রায় ১৮ মাস পর একটি বেওয়ারিশ কুকুর তার যোগ্যতাবলে এলিট বোম্ব অ্যান্ড ড্রাগ স্নিফার স্কোয়াডে জায়গা করে নিল।
কুকুরটির নামা ‘আশা’। পশ্চিমবঙ্গ পুলিশের প্রশিক্ষণ শিবিরের বাইরে শিশুরা কুকুরটি লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছিল। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে।
পশ্চিমবঙ্গের পুলিশ প্রশিক্ষণ একাডেমির জ্যেষ্ঠ কর্মকর্তা দীপঙ্কর ভট্টাচার্য বলেন, ‘শিবিরে নিয়ে আসার সময় কুকুরটির শরীর থেকে রক্ত ঝরছিল।’
কর্মকর্তারা আশাকে পুষতে চেয়েছিলেন। কিন্তু এই শংকর কুকুরটির ঘ্রাণশক্তি অত্যন্ত প্রখর। এটি জার্মান শেফার্ডের মতোই পৃথকভাবে প্রতিটি জিনিষের ঘ্রাণ বুঝতে পারে।
আশা ঘ্রাণের মাধ্যমে লুকিয়ে রাখা বিস্ফোরক ও মাদক সনাক্ত করতে পারে।
একাডেমির প্রধান সজল মন্ডল বলেন, আশা খুব ভালভাবেই পুলিশ একাডেমির কঠিন পরীক্ষায় উৎরে গেছে।
উল্লেখ্য, আশা শক্তিশালী ৩০ ইউনিটে যোগ দেয়া প্রথম শংকর কুকুর।
বাসস/ কেএআর/১৫৫০/জুনা