বাসস দেশ-৮ : ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ কাল বৃহস্পতিবার

121

বাসস দেশ-৮
ঢাকা বার-নির্বাচন
ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ কাল বৃহস্পতিবার
ঢাকা, ৬ মার্চ, ২০১৯ (বাসস) : ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৯-২০২০ মেয়াদের নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনের ভোটগ্রহণ কাল বৃহস্পতিবার অনুষ্টিত হবে।
ঢাকা বার-এর সদস্য প্রশান্ত কুমার কর্মকার আজ বাসস’কে এ কথা জানান। কাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণনা। ভোট গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল। ভোট গ্রহণের বিষয় গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে কাল ভোটগ্রহণ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।
এডভোকেট প্রশান্ত কুমার জানান, বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে গত ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় এ ভোটগ্রহণ শুরু হয়। ওইদিন বৈরী আবহাওয়া ছিল। বৈরী আবহাওয়া ও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকায় দ্বিতীয় দিন গত বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের ভোটগ্রহণ স্থগিত করেন নির্বাচন কমিশন।
তিনি জানান, প্রথম দিনের ভোটগহ্রণ শেষে নির্বাচন কমিশনের সভায় সর্ব সম্মতিক্রমে গত বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের ভোটগ্রহণ স্থগিতে সিদ্ধান্ত নেয়া হয়। এবারে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৭ হাজার ৮’শ ৯৭ জন আইনজীবী। প্রথম দিনে ভোট দিয়েছেন ৪ হাজার ৬’শ ৮৪ জন।
এ নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বারের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল।
বিগত বছরগুলোর নির্বাচনে দেখা গেছে এখানে প্যানেল ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। একটি সাদা প্যানেল অপরটি নীল প্যানেল। এবার মোট মোট ২৭ পদে প্রতিদ্বন্ধিতা করছেন মোট ৫৪ জন প্রার্থী। সাদা প্যানেলে নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে গাজী মো. শাহ আলম এবং সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান (রচি)। নীল প্যানেলে সভাপতি পদে মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্ধিতা করছেন।
বাসস/এএসজি/ডিএ/১৫৩৫/-কেকে