বাসস বিদেশ-৫ : ইন্দোনেশিয়ায় খনিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬

192

বাসস বিদেশ-৫
ইন্দোনেশিয়া-খনি
ইন্দোনেশিয়ায় খনিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬
জাকার্তা, ৬ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে গত সপ্তাহে স্বর্ণ খনি ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
বুধবার দেশটির এক কর্মকর্তা একথা জানান।
খনিতে আর কারো জীবিত থাকার সম্ভাবনা খুবই কম।
সুলাওয়েসি দ্বীপে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে। আহত থাকায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার এই ভয়াবহ দুর্ঘটনার সময় সেখানে মোট কতজন কাজ করছিল তা জানা যায়নি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরুও নুগরোহো বলেন, ‘উদ্ধারকারী দলের সদস্যরা সোমবার থেকে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি আরো বলেন, দুটি খননযন্ত্রের সাহায্যে ধ্বংসস্তুপ পরিষ্কার করে লাশের সন্ধানে তল্লাশী চলছে।
প্রথম কয়েকদিন নিরাপত্তাজনিত কারণে উদ্ধারকর্মীদের হাত দিয়েই খনন কাজ চালিয়ে আটকা পড়াদের কাছে যেতে হয়েছিল।
উদ্ধারকর্মীদের উপর পাথর পড়তে থাকায় নিরাপত্তার কারণে মঙ্গলবার উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ কিছু সময়ের জন্য স্থগিত রাখে।
উদ্ধারকারী সংস্থাগুলোর ধারণা খনির ভেতরে ৫০ থেকে ১শ শ্রমিক কাজ করছিল।
বাসস/ কেএআর/১৩২০/জুনা