১০ বছরে রেল খাতে ১,০৮,৬১৬.৩৭ কোটি টাকার ৮১টি প্রকল্প নেয়া হয়েছে : রেলপথমন্ত্রী

254

সংসদ ভবন, ৫ মার্চ, ২০১৯ (বাসস) : রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বর্তমান সরকারের ১০ বছরে রেলখাতে ১ লাখ ৮ হাজার ৬১৬ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ৮১টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সরকারি দলের সদস্য আলী আজমের এক লিখিত প্রশ্নের জবাবে আজ সংসদে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রকল্পগুলোর মধ্যে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৬৪টি সমাপ্ত হয়েছে। চলতি অর্থবছরে এডিপিতে বাংলাদেশ রেলওয়েতে ৪৫টি বিনিয়োগ প্রকল্প এবং ৩টি কারিগরি সহায়তা প্রকল্প অর্থাৎ মোট ৪৮টি উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
রেলপথমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ১১ হাজার ৩৩১ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে সরকারি সহায়তা ৪ হাজার ১০২ কোটি ৫ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা ৭ হাজার ২২৯ কোটি ৪৩ লাখ টাকা।
সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর অপর এক লিখিত প্রশ্নের জবাবে বলেন, গত অর্থবছরে ৯ কোটি ৫৭ হাজার যাত্রী পরিবহন করেছে।
মন্ত্রী বলেন, এর আগে ২০১৬-১৭ অর্থবছরে ৭ কোটি ৭৮ লাখ যাত্রী পরিবহন করেছে।
নূরুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ঢাকা থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে ১৩০টি আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল করছে।