বাসস সংসদ-৩ : সংসদে আরো ৯টি স্থায়ী কমিটি পুনর্গঠন

136

বাসস সংসদ-৩
কমিটি-পুনর্গঠন
সংসদে আরো ৯টি স্থায়ী কমিটি পুনর্গঠন
সংসদ ভবন, ৫ মার্চ, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদে আরো ৯টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বৈঠকের শুরুতে দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উত্থাপনের পরই কমিটিগুলো পুনর্গঠন করা হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর প্রস্তাবে এ কমিটিগুলো পুনর্গঠন করা হয়।
পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বাসস/এমআর/১৭৩০/বেউ/-অমি