বাসস বিদেশ-৮ : ভারতীয় সাবমেরিন প্রবেশ ঠেকানোর দাবি পাকিস্তানের

117

বাসস বিদেশ-৮
পাকিস্তান-ভারত
ভারতীয় সাবমেরিন প্রবেশ ঠেকানোর দাবি পাকিস্তানের
করাচী, ৫ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : পাকিস্তান তার জল সীমায় ভারতের সাবমেরিন প্রবেশ ঠেকিয়ে দেয়ার দাবি করেছে। মঙ্গলবার দেশটির নৌবাহিনী এ দাবি করে।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে ভয়াবহ এক আত্মঘাতী হামলায় ৪০ ভারতীয় সৈন্য নিহত হওয়ায় চিরবৈরি ও পরমাণু শক্তিধর এ দু’দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গ্রুপ জইশ-ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করে।
এ ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অভ্যন্তরে বিমান হামলা চালায়। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় একটি বিমান ভূপাতিত হলে সেটির পাইলট ইসলামাবাদের হাতে আটক হয়। পরে পাকিস্তান ভারতীয় ওই পাইলটকে মুক্তি দেয়।
ইসলামাবাদ এই মুক্তিকে ‘শান্তির বার্তা’ হিসেবে উল্লেখ করে।
এসব ঘটনার কয়েকদিনের মধ্যে নতুন করে ডুবোজাহাজ ঠেকানোর ঘটনাটি ঘটে।
এক বিবৃতিতে একজন নৌ কর্মকর্তা বলেন, পাকিস্তানী নৌবাহিনী তাদের জলসীমায় প্রবেশ করতে যাওয়া ভারতের একটি ডুবোজাহাজ থামিয়ে দিয়েছে।
তিনি বলেন, সরকারের শান্তি বজায় রাখার নীতির আলোকে ভারতের ডুবোজাহাজকে লক্ষ্যে পরিণত করা হয়নি।
গত ২০১৬ সালের পর এটি এ ধরণের প্রথম ঘটনা। ওই সময়েও পাকিস্তান তাদের জলসীমা থেকে ভারতের ডুবোজাহাজ ঠেকিয়ে দেয়ার কথা জানিয়েছিল।
তবে, মুখপাত্র কখন ও কোথায় ডুবোজাহাজটিকে থামিয়ে দেয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি।
এদিকে ভারতীয় কর্মকর্তাদের পক্ষ থেকে এখনও কোন মন্তব্য পাওয়া যায়নি।
বাসস/জুনা/১৭১৩/আরজি