বাসস বিদেশ-১ : চীন পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে যোগ দিচ্ছেন প্রায় ৩ হাজার প্রতিনিধি

291

বাসস বিদেশ-১
চীন-রাজনীতি
চীন পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে যোগ দিচ্ছেন প্রায় ৩ হাজার প্রতিনিধি
বেইজিং, ৫ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক): চীনের রাবার স্ট্যাম্প পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার প্রায় ৩ হাজার প্রতিনিধি বেইজিংয়ে এসেছেন।
দুই সপ্তাহের এই পার্লামেন্ট অধিবেশনে চীনের রাজনীতি ও অগ্রাধিকারের বিষয় নিয়ে আলোচনা করা হবে। যদিও কমিউনিস্ট পার্টির নেতারা আগে থেকেই অধিকাংশ বিলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন।
খবর এএফপি’র।
অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটা মন্থর হয়ে পড়ায় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের অবসান চাইছেন। ফলে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যেকোন পদক্ষেপ গ্রহণের দিকে সকলে তাকিয়ে রয়েছেন।
কর্মকর্তারা বলেন, ২ হাজার ৯৪৮ প্রতিনিধি এনপিসি’র উদ্বোধনী অধিবেশনে যোগ দিচ্ছেন। অধিবেশনে প্রধানমন্ত্রী লি কেকিয়াং অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করবেন।
পার্লামেন্টে যোগ দিতে আসা সদস্যদের দুইতৃতীয়াংশ ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির। দলটি ১৯৪৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে।
বাসস/কেএআর/১০২৫/এমএজেড