বাসস ক্রীড়া-১৬ : খেলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন হার্মান

304

বাসস ক্রীড়া-১৬
ফুটবল-গ্যাবন-মৃত্যু
খেলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন হার্মান
লিবরেভিল, ৪ মার্চ ২০১৯ (বাসস/এএফপি) : মাঠেই মৃত্যু হলো এক ফুটবলারের। খেলার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্যাবনের প্রথম বিভাগ লীগের খেলোয়াড় হার্মান টিসিঙ্গা। লিবলেভিলে একটি ম্যাচে খেলার সময় ঘটনাটি ঘটেছে বলে সোমবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
শনিবার মিসিলি এফসি’র বিপক্ষে ম্যাচের ২৩ মিনিটের মাথায় আকান্ডা এফসির এই স্ট্রাইকার ঢলে পড়েন। মুহূর্তেই হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার পথেই মারা যান ৩০ বছর বয়সি এই স্ট্রাইকার।
ঘটনার পর একজন সৌখিন ক্যামেরাম্যান তার টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় মধ্য মাঠে টিসিঙ্গা ঢলে পড়ার পর সাবাইকে অপ্রস্তুতভাবে ছুটাছুটি করতে। এদিকে খেলোয়াড় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, সেখানে কোন এম্বুলেন্স ও অক্সিজেন ছিল না। যা দিয়ে খেলোয়াড়দের জীবন বাঁচানো যায়। ইউনিয়নের ভাষ্যমতে গত ১২ বছরে গ্যাবনে এভাবে মুত্যুবরণ ঘটেছে ৭ খেলোয়াড়ের।
বাসস/এএফপি/এমএইচসি/১৯৫০/মোজা/স্বব