সিরিয়ায় জিহাদী গ্রুপের হামলায় সরকারি বাহিনীর ২১ জন নিহত

221

বৈরুত, ৩ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : আল কায়দার সঙ্গে সম্পর্কিত সিরিয়ার একটি জিহাদী গ্রুপের হামলায় সরকারি ও মিত্র বাহিনীর ২১ সদস্য নিহত হয়েছে। রোববার ইদলিব প্রদেশের কাছে এ হামলা চালানো হয়। এটি দেশটিতে চলা ছয়মাসের অস্ত্রবিরতির সবচেয়ে মারাত্মক লংঘন।
পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, জিহাদী গ্রুপ আনসার আল তৌহিদের হামলায় সরকারি বাহিনী কিংবা মিত্র মিলিশিয়ার ২১ সদস্য নিহত হয়েছে।
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপটির পরিচালক রামি আব্দেল রহমান বলেন, এ হামলায় জিহাদী গ্রুপের পাঁচ সদস্যও প্রাণ হারিয়েছে।
গ্রুপটি আরো বলছে, হামা প্রদেশের উত্তরে মাসানা গ্রামে সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
আব্দেল রহমান বলেন, পুতিন-এরদোগান চুক্তির পর এটি সবচেয়ে মারাত্মক ক্ষয়-ক্ষতির ঘটনা।
তিনি রাশিয়ার সোচিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের মধ্যকার সিরিয়া বিষয়ক চুক্তির প্রসঙ্গ টেনে এ কথা বলেন।
সম্প্রতি অ-সামরিক এলাকায় অস্ত্রবিরতি লংঘনের ঘটনা খুব বেড়েছে। সপ্তাহখানেক আগে তিনদিনের সংঘর্ষে সরকারি ও মিত্র বাহিনীর ২০ সদস্য প্রাণ হারিয়েছিল।