গঙ্গরামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

716

মাগুরা ১০ মার্চ ২০১৮ (বাসস) : জেলার শালিখা উপজেলার প্রথম প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গঙ্গারামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপী শতবর্ষপূর্তি উৎসব আজ শনিবার শেষ হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা,স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ওয়াহিদ-উন-নবী। বক্তব্য রাখেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান শেখ ফিরোজ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ চন্দ্র দে, অবসরপ্রাপ্ত শিক্ষক রথিন্দ্রনাথ দাশ, কৃষ্ণ গোপাল ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অবসর প্রাপ্ত কর্নেল ইসমাইল হোসেন, শফিকুল আজম, আব্দুল আলিম জমাদার প্রমুখ।
আয়োজকরা জানান, ১৯০০ সালে শালিখা উপজেলা গঙ্গারাপুরে প্রথম বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ বিদ্যায়টি প্রতিষ্ঠার পর থেকেই জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়ের অনেক কৃতী শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে কর্মরত রয়েছেন। শত বর্ষ উদযাপন উপলক্ষে দুই দিনের এ আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।
এর আগে শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে দু’দিন ব্যাপি বর্ষপূর্তির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার, শালিখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শ্যামল কুমার দে প্রমুখ