বাসস দেশ-৩৭ : পুরান ঢাকার রাসায়নিক গুদামে উচ্ছেদ অভিযান চলবে : দক্ষিণ সিটি করপোরেশন

582

বাসস দেশ-৩৭
দক্ষিণ সিটি করপোরেশন-উচ্ছেদ
পুরান ঢাকার রাসায়নিক গুদামে উচ্ছেদ অভিযান চলবে : দক্ষিণ সিটি করপোরেশন
ঢাকা, ২ মার্চ, ২০১৯ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন বলেছেন, পুরান ঢাকার রাসায়নিক ও অবৈধ গুদাম উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
মেয়র বলেন, তবে এর বাইরে অন্য কোন শিল্প প্রতিষ্ঠান বা বাসা-বাড়িতে উচ্ছেদ অভিযান করা হবে না।
মোবাইল কোর্ট আজ রাজধানীর বক্সীবাজার এলাকায় রাসায়নিক ও অবৈধ গুদাম উচ্ছেদ অভিযানে গেলে ব্যবসায়ীরা বাধা দেবার পর মেয়র বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে হাজির হয়ে এসব কথা বলেন।
মেয়র খোকন সাংবাদিকদের বলেন, ‘মোবাইল কোর্টের অভিযান নিয়ে কিছু বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। অভিযান কোন শিল্প প্রতিষ্ঠান বা বাসা-বাড়ির বিরুদ্ধে নয়। এটা রাসায়নিক গুদামের বিরুদ্ধে।’
মেয়র বক্সীবাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা শোনার পর ও তার আশ্বাসের পর মোবাইল র্কোট পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭১ জন নিহত ও অনেক আহত হবার পর মেয়রের সভাপতিত্বে পরবর্তীতে অংশজনদের সাথে বৈঠকে পুরান ঢাকার রাসায়নিক ও অবৈধ গুদাম উচ্ছেদের সিদ্ধান্ত গ্রহীত হয়।
শনিবার রাজধানীর পুরান ঢাকার মোট ১৩টি হোল্ডিংয়ে গোডাউন থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে টাস্কফোর্স।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হোল্ডিংগুলো হলো- ৩৫, ৩৫/১, ৮, ১১, ৬/এ, ৬/বি, ২৫২, ২৯০/২, ৪২/৫।
এছাড়া ১৭, ১৬/২/বি, ৮/৩, ১৬/২ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত গোডাউনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বাসস/টিএএন/অনুবাদ-কেকে/২১৫৫/-এমকে