আরো ৩টি বাণিজ্যিক ব্যাংক স্থাপনে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে : অর্থমন্ত্রী

785

সংসদ ভবন, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩টি বাণিজ্যিক ব্যাংক স্থাপনের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ব্যাংকগুলো হলো, বেঙ্গল ব্যাংক লিমিটেড, পিপলস ব্যাংক লিমিটেড ও সিটিজেন ব্যাংক লিমিটেড।
তিনি বলেন, বর্তমানে দেশে মোট ৪১টি বেসরকারি বাণিজ্যিক তফসিলি ব্যাংক এবং ৯টি বিদেশী ব্যাংক রয়েছে। বর্তমানে নতুন আর কোনো ব্যাংক স্থাপনের আবেদন ব্যাংলাদেশ ব্যাংকের কাছে বিবেচনাধীন নেই।