ব্যাংকিং খাতের নিরাপত্তা নিশ্চিত করতে রেমিডিয়েশন প্ল্যান করা হয়েছে : অর্থমন্ত্রী

415

সংসদ ভবন, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর ব্যাংকিং খাতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের খ্যাতিমান বিভিন্ন আইটি বিশেষজ্ঞদের সমন্বয়ে ও পরামর্শে করা একটি রেমিডিয়েশন প্ল্যান বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।
তিনি বলেন, ২০১৮ সালে বাংলাদেশ ব্যাংকের জন্য আইসিটি সিকিউরিটি পলিসি এবং ব্যাংক ও আর্থিক খাতের জন্য আইসিটি সিকিউরিটি গাইডলাইন হালনাগাদ করা হয়েছে। এছাড়া সাইবার সিকিউরিটি সেন্টার স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে ও বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেমস পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হচ্ছে।