বাসস সংসদ-৬ : সংসদে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) বিল-২০১৯ পাস

370

বাসস সংসদ-৬
বিল-পাস
সংসদে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) বিল-২০১৯ পাস
সংসদ ভবন, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্র প্রসারিত ও সহজ এবং দ্রুততার সাথে নির্বাচন পরিচালনার সহায়ক বিধান করে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) বিল-২০১৯ আজ সংসদে পাস করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, মনোনয়নপত্র দাখিলের পূর্বদিন খেলাপি ঋণ পরিশোধের সুযোগ দান, অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ এবং ইভিএম সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান করা হয়েছে।
অবশ্য ইতোপূর্বে রাষ্ট্রপতি এসব বিধান সম্বলিত গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ জারি করেন। বিধান অনুযায়ী একাদশ সংসদের প্রথম অধিবেশনে এ অধ্যাদেশটি উপস্থাপন করা হয়। বিলে এ অধ্যদেশ রহিত করা হয়।
জাতীয় পার্টির ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, রুস্তম আলী ফরাজী, বেগম সালমা ইসলাম ও মো. মুজবিুল হক বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
বাসস/এমআর/২০২৫/বেউ/-অমি