বাসস সংসদ-৫ : সংসদে পার্বত্য চট্টগ্রাম (ভূমি অধিগ্রহণ) প্রবিধান (সংশোধন) বিল, ২০১৯ পাস

356

বাসস সংসদ-৫
বিল-পাস
সংসদে পার্বত্য চট্টগ্রাম (ভূমি অধিগ্রহণ) প্রবিধান (সংশোধন) বিল, ২০১৯ পাস
সংসদ ভবন, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ বৃদ্ধিসহ প্রয়োজনীয় বিধান করে পার্বত্য চট্টগ্রাম (ভূমি অধিগ্রহণ) প্রবিধান (সংশোধন) বিল, ২০১৯ আজ সংসদে পাস করা হয়েছে।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে পার্বত্য জেলাসমূহে সরকারি সংস্থা বা দপ্তরের ভূমির মূল্যের ক্ষেত্রে অতিরিক্ত শতকরা ২শ’ ভাগ এবং বেসরকারি সংস্থা অথবা ব্যক্তির ক্ষেত্রে অতিরিক্ত শতকরা ৩শ’ ভাগ করার বিধান করা হয়। এর আগে এ হার ছিল ১১৫ ভাগ।
বিলে ইতোপূর্বে জারি করা এ বিধান সংবলিত অধ্যাদেশ রহিতকরা হয়।
বিলটির ওপর জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম ও মো. মুজিবুল হকের আনা বিলের ওপর জনমত যাচই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
বাসস/এমআর/২০১৫/বেউ/-অমি