বাসস দেশ-২৭ : বার কাউন্সিলে আইনজীবী সনদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

684

বাসস দেশ-২৭
আইনজীবী-সনদ
বার কাউন্সিলে আইনজীবী সনদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা, ৪ জুন, ২০১৮ (বাসস) : আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় মোট আট হাজার ১৩০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তবে এর বাইরে ২০৮ জন পরীক্ষার্থীর খাতা তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের জন্য ফল ঘোষণা স্থগিত রয়েছে। গত বছরের ১৪ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে গত বছরের ২১ জুলাই এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষায় প্রায় ৩৪ হাজার ২শ’ জন অংশ নিয়েছিলেন। পরদিন ২২ জুলাই দেয়া ফলাফলে এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষায় মোট ১১ হাজার ৮শ’ ৪৬ জন উত্তীর্ণ হয়েছিলেন। পরে তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এখন মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।
বাসস/এএসজি/ডিএ/২০৫০/এসই