বাসস সংসদ-২ : গত অর্থবছরে রাজস্ব আয় ২ লাখ ৬ হাজার ৪০৭ কোটি ২৫ লাখ টাকা : অর্থমন্ত্রী

174

বাসস সংসদ-২
প্রশ্নোত্তর-রাজস্ব বোর্ড
গত অর্থবছরে রাজস্ব আয় ২ লাখ ৬ হাজার ৪০৭ কোটি ২৫ লাখ টাকা : অর্থমন্ত্রী
সংসদ ভবন, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত অর্থবছরে অভ্যন্তরীণ সম্পদ থেকে রাজস্ব আয় ২ লাখ ৬ হাজার ৪০৭ কোটি ২৫ লাখ টাকা।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোজাফফর হোসেনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এর মধ্যে আমদানি ও রপ্তানি পর্যায়ে রাজস্ব আয় হয়েছে ৬১ হাজার ৮১৭ কোটি ৮৮ লাখ টাকা, স্থানীয় পর্যায়ে মূসক মূল্য সংযোজন কর থেকে আয় ৭৮ হাজার ৮৯৪ কোটি ১৮ লাখ টাকা এবং আয়কর ও ভ্রমণ কর থেকে ৬৫ হাজার ৬৯৫ কোটি ১৯ লাখ টাকা।
মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরের রাজস্ব আহরণের নির্ধারিত লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা।
তিনি বলেন, অভ্যন্তরীণ সম্পদ তথা রাজস্ব খাতের পরিধি আরো সম্প্রসারণের পরিকল্পনা সরকারের রয়েছে। সরকার অভ্যন্তরীণ সম্পদ খাতের পরিধি সম্প্রসারণের জন্য আয়কর খাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বাসস/এমআর/১৯২০/বেউ/-অমি