বাজিস-১০ : গোপালগঞ্জে ২ হাজার ৭২ কেজি ভেজাল সেমাই জব্দ ও জরিমানা

444

বাজিস-১০
গোপালগঞ্জ-জরিমানা
গোপালগঞ্জে ২ হাজার ৭২ কেজি ভেজাল সেমাই জব্দ ও জরিমানা
গোপালগঞ্জ, ৪ জুন, ২০১৮ (বাসস) : জেলার বড় বাজারে অভিযান চালিয়ে ২ হাজার ৭২ কেজি ভেজাল সেমাই ও ১৭২ পিস মেহেদী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ সাব্বির সাজ্জাদ এসব মালামাল জব্দ ও জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ সাব্বির সাজ্জাদ জানান, আজ সোমবার বিকেলে শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এসময় সঞ্জয় স্টোরের গুদাম থেকে ১ হাজার ৮৫০ কেজি ভেজাল সেমাই জব্দ করা হয়। এসময় ওই দোকানের মালিক সঞ্জয় পালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ২শ’ ২২ কেজি ভেজাল সেমাই ও নকল মেহেদী রাখার দায়ে কামরুল ইসলামকে ৫ হাজার, মহিউদ্দিন ও মাসুদ ফকির প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দকৃত সেমাই ও মেহেদী ডাস্টবিনে ফেলে নষ্ট করে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি আরো জানান, রমজান ও ঈদে খাবার পণ্যে ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে ।
বাসস/সংবাদদাতা/১৯২০/জহ/মরপা