বাসস ক্রীড়া-১৬ : চিটাগং ওপেন গলফের টাইটেল স্পন্সর সিটি ব্যাংক

319

বাসস ক্রীড়া-১৬
গলফ- স্পন্সর
চিটাগং ওপেন গলফের টাইটেল স্পন্সর সিটি ব্যাংক
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : তৃতীয় সিটি ব্যাংক আমেরিকান একপ্রেস চিটাগং ওপেন গলফ টুর্নামেন্ট আগামী ৬-৯ মার্চ ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হবে। পিজিটিআই ও বিজিসিসি অনুমোদিত আসরের আয়োজক রিজ ইভেন্টস। পিজিটিআই থেকে ৭৮ জন এবং ও বিজিসিসি থেকে ৪৮ জন গলফার এ টুর্নামেন্টে অংশ নেবেন বলে আশাবাদী আয়োজকরা। সর্বমোট ৪৭ লাখ ৪০ হাজার প্রাজিমানির এ আসরে ম্বাগতিক বাংলাদেশ ছাড়াও মার্কিন যুক্তরাস্ট্র, ভারত ও শ্রীলংকার গলফাররা অংশ নেবেন। টুর্নামেন্টের কো স্পন্সর বিএসআরএম ও এলিট পেইন্টস। এছাড়া অন্যান্য সহযোগীরা হলো ইস্পাহানী, পোলর আইসক্রীম ও দি এভিনিউ।
আজ রাজথানীর একটি হোটেলে আসরের টাইটল স্পন্সরের নাম ঘোষনা করেন রিজ ইভেন্টেনের চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক। অনুষ্টানে সিটি ব্যাংকের ডিএমডি শেখ মোহাম্মদ মারুফ, বিপিজিএ সভাপতি লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ, যুগম সম্পাদক মেজর মোরশেদ ও ভাটিয়ারী গলফ কোর্সে মেজর এমদাদ উপস্থিত ছিলেন।
বাসস/স্বব/১৯৪০/স্বব